
গুইমারা থানা সূত্র জানায়, পুলিশের বিশেষ অভিযানে গুইমারার ডাক্তার টিলা কেয়ায় এলাকা থেকে মাজাহারুল ও রামপ্রু’ ২ জনকে কাজ থেকে পলিথিনে মোড়ানো ৯৫ পুড়িয়া প্রায় সাড়ে ৮ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার ১শ টাকা উদ্ধার করে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়ের-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এস আই মো: ইয়াছিন ও এএসআই প্রাণ কৃষ্ণ অভিযান চালিয়ে সাড়ে ৮ গ্রাম হেরোইনসহ মাজাহারুল ও রামপ্রু নামের ২ যুবককে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং-৪, ২৬ নভেম্বর ২০১৬। আটক মাজাহারুল ইসলাম ও রামপ্রু মারমা আমতলীপাড়া। তারা দু’জনেই গুইমারা উপজেলার বাসিন্দা।
Leave a Reply