বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৪:১১ অপরাহ্ন
নিউজ অফ খাগড়াছড়ি, গুইমারা, মাইন উদ্দিন বাবলু: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবলীগের ৪৪ তম জম্মদিন। সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
পরে সকাল ৯ টায় যুবলীগের জম্মদিন পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিপ্লব কুমার শীল, দলীয় কার্যালয়ে কেক কেটে মিষ্টি বিতরণ করে ৪৪তম জম্মদিন পালন করে। যুবরাই এদেশের চালিকা শক্তি। তাই সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দরা।
এছাড়াও বিকেল ৪টায় বনাঢ্য র্যালীসহ চেতনা মঞ্চে বঙ্গবন্ধুসহ চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও অলোচনা সভা আয়োজন করে দলটি।
এ সময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১নং ইউ.পি চেয়ারম্যান বাবু মেমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, আইয়ুব আলী, গুইমারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনার্ধন সেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম মীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরীসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply