ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকার আমলে ৭-৮ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে । আমাদের সবাইর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দেশকে এগিয়ে নেয়া, কোন অঞ্চল আগে কোন অঞ্চল পড়ে উন্নতি হলেও তা সম্পূর্ন উন্নতি না । কাজেই বর্তমান সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মেঘকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র সাজেকে রুইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্কুল প্রোগ্রাম এবং মাল্টি ডাইমেনশনাল সচেতনতা কেন্দ্র’র শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডঃ গওহর রিজভী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পার্বত্য অঞ্চলের ভূমির আইন সংসদে পাশ হওয়া পার্বত্য অঞ্চলের ভূমির যে সমস্যা ছিল তা সমাধান হলে পার্বত্য চট্টগ্রাম আরো উন্নতি হবে বলে মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমাণ্ডার পার্বত্যাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয় চিত্র তুলে ধরেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপন্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা(এনডিসি), সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, চট্টগ্রাম ডিভিশন’র জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটির সংসদ সদস্য ফিরোজা বেগম চীনু, পার্বত্য চট্টগ্রাম উন্নায়ন বোর্ড’র ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ। খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স, ম মাহবুব উল আলম, রাঙামাটি সেনা রিজিয়নের কমাণ্ডার ব্রি. জে. সানাউল হক পিএসসি, গুইমরারা সেনা রিজিয়নের কমান্ডার ব্রি. জে. মুহম্মদ কামরুজ্জামান এনডিসি. পিএসসি, এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান কংজরি চৌধুরী, রাঙ্গামাটি জেলাপরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রুইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্কুল প্রোগ্রাম এবং মাল্টি ডাইমেনশনাল সচেতনতা কেন্দ্র’র শুভ উদ্ধোধন ও স্কুলটি পরিদর্শন করেন ও রুইলুই পাড়া শিব মন্দির উদ্বোধন করেন প্রধান অতিথি।
পরে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষে থেকে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে দেড় শতাধিক স্কুল ব্যাগ, বই ও লেখার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply