শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গেল ২২ আগস্ট ছিলো তার জন্মদিন। বিশেষ এই দিনটিতেও তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন একটি খণ্ড নাটকের শুটিং নিয়ে। সেটি হলো ‘ভ্যান বস্ত্র বিতান’। নাটকটি অবশেষে চ্যানেল আইতে শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকের নির্মাতা আলী সুজন। এর চিত্রনাট্যকার মমর রুবেল। নাটকে ভ্যাননে কাপড় বিক্রি করতে দেখা যাবে মোশাররফ করিমকে। তার বিপরীতে দেখা যাবে লাক্সতারকা আলভীকে। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আজকাল চ্যানেলগুলো ভালো মানের নাটক সন্ধান করছেন দর্শক ধরে রাখতে। অন্যদিকে নির্মাতারাও চাচ্ছেন দর্শকদের চাহিদা মাথায় রেখে ভালো কাজ উপহার দেয়ার জন্য। সেই ভাবনা থেকে বলা যায় এই নাটকের গল্পটি বেশ চমৎকার। কাজ করে মজা পেয়েছি। দর্শকরাও এটি উপভোগ করবেন বলেই প্রত্যাশা করছি।’ অন্যদিকে লাক্সতারকা আলভী বলেন, ‘মোশাররফ ভাই মেধাবী একজন অভিনেতা। তার সঙ্গে এর আগেও জুটি বেঁধে অনেক কাজ করেছি। তার সঙ্গে কাজ করে ভলো লাগে। এবারের কাজটি নিয়েও আমি আশাবাদী।’ নির্মাতা আলী সুজন জানালেন, ‘নাটকে দর্শকদের জন্য একটি মেসেজ থাকবে। যেটি সকলের হৃদয় নাড়া দেবে বলে আমি বিশ্বাস করি। বাকিটা দর্শকরা দেখে বিচার করবেন।’
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply