শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৬ পূর্বাহ্ন
আল-মামুন: খাগড়াছড়ির মানিকছড়িতে উপজাতীয় যুবক কর্তৃক বাঙালি গৃহবধুকে গনধর্ষণের প্রতিবাদ মানবন্ধন করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চেঙ্গী এস্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তরা, এ নিন্দ্র নিয় কাজের মুল হোতাসহ জড়িত সকলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করতে প্রশাসন ব্যর্থ হলে প্রত্যেকটি উপজেলা বন্ধ করে দেওয়াসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী জানান। এ সময় ধর্ষনকারীদের দ্রুত আটক ও গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এতে বক্তব্য রাখেন, পার্বত্য বঙালী ছাত্র পরিষদ’র জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন, সাধারন সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, মানিকছড়ি উপজেলা শাখার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ’র সভাপতি মোক্তাদির হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীরা এতে অংশ নেয়।
প্রসঙ্গত: ১৭ নভেম্বর বৃহস্পতিবার মানিকছড়ির কুমারী এলাকায় রাতে বাড়িতে একা পেয়ে এক বাঙ্গালী গৃহবধু আমেনা বেগমকে জোরপূর্বক পালাক্রমে গনধর্ষণের ঘটনা ঘটে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply