মানিকছড়ি প্রতিবেদক: মানিকছড়ি উপজেলার কুমারী মলঙ্গীপাড়া এলাকায় শিমলা আলু বোঝাই ট্রাক উল্টে ৭ জন আহত হয়েছে। আজ ২৪ নভেম্বর সকাল ১১ টায় মলঙ্গীপাড়া এলাকায় শিমলা আলু বোঝাই মানিকছড়ি উপজেলা আসার পথে মলঙ্গীপাড়া এলাকায় ট্রাক উল্টেগিয়ে ৭ জন আহাত হয়েছে। আহতরা হলেন- শফিকুল ইসলাম (২৫) পিতা- মফিজ মিয়া, মো: হানিফ মিয়া (২৭), পিতা: শিশু মিয়া , আলা আমিন (২৮), পিতা: আবু তাহের, আনোয়ার হোসেন (২৪), পিতা: নরুজামান, মো: হাসান (২৫), পিতা: আ: মালেক, আবুল কাশেম (২৫) পিতা: সিরাজুল ইসলামক, সকলের গ্রাম বড়টিলা কুমারী মো: আক্কাছ মিয়া (৩৫), পিতা: অজ্ঞাত, মানিকছড়ি। আহতরা মানিকছড়ি হাসপাতালে ভর্তি আছে।
Leave a Reply