রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন

ঝর্ণা ত্রিপুরা গুইমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত: এলাকাবাসিকে শুভেচ্ছা

ঝর্ণা ত্রিপুরা গুইমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত: এলাকাবাসিকে শুভেচ্ছা

Jhorna Tripuraখাগড়াছড়ির গুইমারা উপজেলার নির্বাচনের আ’লীগের মনোনিত ঝর্ণা ত্রিপুরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানান।

বেসরকারিভাবে নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফলাফল ঘোষণার পর ঝর্ণা ত্রিপুরা এই মুক্তমত প্রকাশ করেন, প্রথমে নিজ দল আ’লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, নির্বাচনি প্রচারনাসহ যারা আমার পাশে ছিলেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শারীরিক অসুস্থতার কারণে দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করতে পারছিনা। শারীরিক অবস্থার উন্নতি হলে সকলের সাথে সৌজন্য সাক্ষাত করব।

তিনি আরো বলেন, শান্তিপুর্ণ ও অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নব গঠিত নির্বাচন কমিশন, খাগড়াছড়ির জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসারসহ নির্বাচনে দায়িত্বপালনকারি সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সর্বস্তরের সাধারণ মানুষের নিকট দোয়া প্রার্থী।

উপজেলার ভোটারদের উদ্দেশ্যে বলেন,  মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য সকলের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসব তথ্য তিনি নিউজ অফ খাগড়াছড়ির প্রতিবেদককে টেলিফোন যোগে জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd