সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১০:৫৯ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে মাদরাসা মিলনয়াতনে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা গাউছিয়া কমিটির আহব্বায়ক হাজী ছালেহ আহমদ।
সমাবেশে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে সন্তানের শিক্ষায় মায়ের ভূমিকার গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব সাংবাদিক মো: জহুরুল আলম, মাদরাসার অধ্যক্ষ মো: এহছান উদ্দিন,শিক্ষিকা রহিমা আক্তার ও শিক্ষিকা হাসিনা বেগম।
অভিবাবকদের মধ্যে বক্তব্য রাখেন আয়শা আক্তার,মুন্নি আক্তার,পান্না আক্তার,শিল্পী বেগম প্রমূখ। এসময় বক্তারা মাদরাসার শিক্ষার মান উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য আন্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট এর পরিচালনায় ও জেলা গাউছিয়া কমিটি খাগড়াছড়ির ব্যবস্থাপনায় এ বছর মাদ্রাসাটি যাত্রা শুরু করে। অনুষ্ঠানের শুরুতে হাছান ও মো: রায়হান নাতে রাসুল পাঠ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply