সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১০:১৬ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্ত্বরে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে ছাত্রলীগ নেতা ইমাম হোসেন মানিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে বাড়ী ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তার এক সহকর্মী তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ছাত্রলীগের এই নেতার দূর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,ছাত্রলীগ নেতা মাঈনুল ইসলাম,পলাশসহ দলের নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার খোজ খবর নেন।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) নয়ন ময় ত্রিপুরা জানান, এ দূর্ঘটনায় সে পায়ে আঘাত প্রাপ্ত হলেও বড় ধরনের কোন সমস্যা হয়নি। তবে তাকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে কিছুদিন রেষ্টে থাকলেই ক্ষত সেড়ে যাবে বলে তিনি জানান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে যাওয়া হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply