শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১০:৪৮ অপরাহ্ন
আবুল হোসেন রিপন, নিজস্ব প্রতিবেদক:: গুইমারা উচ্চ বিদ্যালয়ের পূনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূনর্মিলনীর অংশ হিসেবে শোভাযাত্রায় জমকালো আয়োজনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি বিকেলে শোভাযাত্রার লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
শোভাযাত্রাটি গুইমারা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বাইল্যাছড়ি-জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। এতে প্রায় দুই শতাধিক মোটর সাইকেল অংশ গ্রহন করে। নানা রংয়ের বাহারি পতাকা এবং মাথায় গুইমারা উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী লেখা সংম্বলিত ফিতা ব্যবহার করে প্রাক্তন ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।
এ সময় গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রামপ্রুচাই চৌধুরী, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটো,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরীসহ শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
প্রসংগত, আগামি ২৬ জানুয়ারি গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক কনসার্টের আয়োজন করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply