সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৯:৪৭ অপরাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে গরীব-দুঃস্থদের ও ৩শ শীতার্থদের মধ্যে শীতববস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল রুবায়েত মাহামুদ হাসিব (পিএসসিজি),বিশেষ অতিথি ছিলেন, সাব জোন কমান্ডার-মেজর মোহাম্মদ আলতাব মাহামুদ রুবেল। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড মেম্বার সুইমং মারমা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, জালিয়াপাড়া সদও ওয়ার্ড মেম্বার আরমান হোসেন, চার নং ওয়ার্ড মেম্বার কংলাপ্রু মারমা, ৯নং ওয়ার্ড মেম্বার কালা মারমা, সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড মেম্বার হ্লামাপ্রু মারমা প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী। পাহাড়ে বর্তমান কনকনে শীতের এই শীতবস্ত্র কিছুটা হলেও শীত নিবারন সম্ভব। তাই গরীব-দুস্থদের সাহার্য্যত্বে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এর আগে তিনি এ সময় তিনি বর্তমান সরকারের মঙ্গল কামনা শীতার্থদের মাঝে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, সরকার শীতার্ত মানুষের মাঝে সারা দেশে কম্বল বিতরন করে অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমান সরকার একটি উন্নয়নের রোল মডেল হিসাবে এ দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এবং এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply