শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১০:৫৩ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ৯৮ তম জম্ম বার্ষিকী ও শিশু দিবস উদযাপন করেছে খাগড়াছড়ির জেলা প্রশাসন,আওয়ামীলীগসহ সর্বস্থরের মানুষ। শনিবার সকাল থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেয় নানা সংগঠন। সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের আয়োজনে সরকারী হাই স্কুল মাঠ থেকে শিশু সমাবেশ ও আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শান্তির প্রতিক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন, খাগড়াছড়ি টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,পুলিশ সুপার আলী আহমদ খান,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা র্যালী ও আলোচনা সভায় অংশ নেয়।
এছাড়াও নারকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য কর্মসূচী হাতে নেয়। পরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালী ও দলীয় কার্যালয়ে ফিরে কেক কেটে আলোচনা সভা করে।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্তর সভাপতিত্বে এতে, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা শ্রমিকলীগের আহবায়ক নুর নবী,জেলা কৃষকলীগের আহবায়ক আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে তিনি প্রাঁণে রক্ষা পান এবং বর্তমানে এদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আর অন্য দিকে বিএনপি-জামাত জোট এ দেশকে জঙ্গিবাদের সৃষ্টি করে পাকিস্তানের এজেন্টা বাস্তবায়নে কাজ করেছিল।
বঙ্গবন্ধুর জম্ম হয়েছিল বলেই এদেশের মানুষ স্বাধীন একটি দেশ পেয়েছে। বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর কারণের বিশ্ব দরবারে মাথা উচু দাঁড়াতে সক্ষম হয়েছে। এ সময় আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর নীতি আর্দশকে বুকে লালন করে আবারো ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত করতে সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply