শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১০:৪৩ অপরাহ্ন
সুষ্ঠ তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনুন
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে ছাত্রলীগকর্মী দুবৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হওয়ার ঘটনায় মেয়র রফিকুল আলমসহ তার সহযোগিদেরকে দায়ী করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। সমাবেশ থেকে বক্তারা সুষ্ঠ তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী জানান ।
রবিবার বিকেলে খাগড়াছড়ির শাপলা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবী জানানো হয়। এর আগে নারকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের সঞ্চালনায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা শ্রমিকলীগের আহবায়ক নুর নবী,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমূখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।
এ সময় কোন নেতাকর্মীকে এ ঘটনার জন্য অহেতুক হয়রানী না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এ ঘটনার সাথে কারা জড়িত পুলিশ চাইলে তা খুজে বের করা সময়ের ব্যাপার। এ হত্যাকান্ডকে পুঁজি করে যাতে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে সে দিকে লক্ষ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।
প্রসঙ্গত: শনিবার সন্ধ্যায় মো: রাসেল (২০)কে কয়েকজন বন্ধুসহ মিলনপুর ব্রীজের উপর বসে আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে কয়েকজন দুবৃত্ত এসে রাসেলকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে প্রথমে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অনবতি দেখে চমেকে রেফার করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় পথেই তার মৃতু হয়।
নিহত রাসেল খাগড়াছড়ি জেলা সদরের কদমতলীর হরিনাথ পাড়ার মোঃ নুর হোসেনের ছেলে।খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply