শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১০:৪৬ অপরাহ্ন
আবুল হোসেন রিপন,গুইমারা:: ২৫ শে মার্চ কালরাত্রি” গনহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা আলাদা আলাদা ভাবে দিবসটি পালন করেছে। সকাল এগারোটায় গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো জায়নুল আবেদিন। এতে বক্তব্য রাখেন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো:ইউচুফ, মো: খোরশেদ আলম এবং সহসুপার আ ন ম রফিকুল আলম।
অন্যদিকে সন্ধ্যা সাতটায় গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশিল রঞ্জন পাল, গুইমারা স: প্রা প্রাক্তন শিক্ষক কইংক্য মগ, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার অফিসার্চ ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা ২৫শে মার্চ কালরাত্রের ভয়াবহতার তাৎপর্য তুলে ধরেন এবং গণহত্যা দিবসকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান এবং সর্বশেষে গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার জায়নুল আবেদিন শহীদদের জন্য মুনাজাত করে সভা সমাপ্তি করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply