মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:৩৫ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকা থেকে ১০ পিসইয়াবা ও মোটর সাইকেলসহ দুই যুবক আটক করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে জিল্লুর রহমান (৩১) মিটন ধর (২৫)। এ ঘটনায় পলাতক রয়েছে ইয়াবা বিক্রেতা হকেরাং ত্রিপুরা নামে আরেক যুবক। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় পুলিশ ভাইবোনছড়া বাজার এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে ১০ পিস ইয়াবা (মাদক দ্রব) ও ব্যবসার কাজে নিয়োজিত ব্যবহৃত মোটর সাইকেলসহ আটক করে। আটককের পর পুলিশ তাকে প্রথমে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং পরে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত দুজনকে ১০পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং ০২ তারিখ: ০৩/০৯/১৮।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply