শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৩৭ পূর্বাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনারোধে শিক্ষার্থীদেও মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। রবিবার দুপুরে খাগড়াছড়ি মুক্তমঞ্চে রাস্তা পারাপারে করণীয় ও সড়কের ট্রাফিক সংকেত সর্ম্পকে শিক্ষার্থীদের সম্মুখ ধারণা প্রদর্শন করা হয়।
সড়কে যানবাহন চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে, অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালক দিয়ে গাড়ী না চালাতে মালিক ও যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়। সচেতনতামূলক অনুষ্ঠানে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ বিভাগের ট্রাফিক পরিদর্শক(টিআই) সুপ্রিয় দেব, সার্জেন্ট পত্রিব, টিএসআই বাচ্চু মিজি প্রমূখ।
ট্রাফিকের টিআই সুপ্রিয় দেব বলেন, শিক্ষার্থীদের হাতে আগামী দিনের নেতৃত্ব। সড়ক দূর্ঘটনা রোধ, ট্রাফিক সংকেত ও আইন সর্ম্পকে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply