শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১২:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আতঙ্কে ভূগছেন, উল্লেখ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বলেছেন, এবারের আন্দোলন হবে সরকার পতন ও বেগম জিয়ার মুক্তির আন্দোলন। সরকারের অবৈধ পন্থায় আবারো ক্ষমতায় আসার নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে হুশিয়ারী দিয়ে তিনি বলেন, সুষ্ঠ নির্বাচন হলে আগামী নির্বাচনে বিএনপির জয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপি অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কঠোর আন্দোলনে নামবে বলে তিনি হুশিয়ারী জানান।
শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ির কলাবাগানস্থ আর্দশ যুব সংঘ ক্লাবে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (সাগর)’র সঞ্চালনায় ও সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার,মংসাথোয়াই চৌধুরী,ক্ষেত্র মোহন রোয়াজা,যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক এসএন আবছার,ক্ষণি রঞ্জন ত্রিপুরা, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মোশাররফ হোসেন,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জাহেদুল আলম,জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ হৃদয় প্রমূখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply