রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:১৮ পূর্বাহ্ন
নুরুল আলম:: পাতানো নির্বাচনের পরিকল্পনা সফল হবে না উল্লেখ করে খাগড়াছড়ি বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে কোন পাতানো নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না।
এ নির্বাচনে কোন ধরণের সহিংসতার চেষ্টা করা হলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠ না হলে তার দায়ভার সরকারের। কোন ধরণের পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি আর ঘরে বসে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, দেশে নৈরাজ্যের সীমা লঙ্গন হয়ে গেছে। আর কোন ধরণের হামলা,নির্যাতন মেনে নেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
এর আগে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী করার চেষ্টা করলে পুলিশী বাধাঁর পড়ে এক পর্যায়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা করে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা’র সঞ্চানলায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,যুগ্ম-সম্পাদক এ্যড আ: মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সাগর নোমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান প্রমূখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply