শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:০৯ অপরাহ্ন
আবুল হোসেন রিপন,নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহি অফিসার পঙ্কজ বড়ুয়া।
গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগীতায় রামগড় তথ্য অফিসের আয়োজনে সহকারী তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জালিয়াপাড়া ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা:মুনমুন সুলতানা, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা প্রমূখ।
ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা, যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা,জঙ্গিবাদ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে সচেতনামুলক বক্তব্য তুলে ধরেন। এ সময় নারী ও শিশুর স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব এবং শিশুর পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ করা বিষয়ে আলোচনা করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply