মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে অপরাধী পলায়নের অভিযোগ উঠেছে। শনিবার রাতে গুইমারার রামচু বাজারে এঘটনা ঘটে। পুলিশের কাছ থেকে অপরাধী পলায়নের বিষয়টি গুইমারা থানার ওসি গিয়াস উদ্দিন ও উর্ধ্বতন কর্মকর্তারা অস্বীকার করলেও স্থানীয়রা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গুইমারা থানাধীন রামচু বাজারে জুয়ার আসর থেকে পুলিশের এএসআই মো: ফারুকের নেতৃত্বে ক্যউজপ্রু মারমা নামে এক জুয়ারীকে আটক করা হয়। আটকের পর তাকে হাতকড়া পড়িয়ে দিয়ে নিয়ে যাওয়ার সময় সে হাতকড়াসহ পালিয়ে যায়। পালানোর সময় সে হাতকড়া খুলে ফেলে দেয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উসেপ্রু মারমা অভিযোগ করে বলেন, গুইমারা এখন জুয়ার স্বর্গরাজ্য। প্রতিটি পাড়ায় উন্ম্ক্তু জুয়ার আসর বসছে। রামচু বাজারে পুলিশের কাছ থেকে জুয়ারী পালিয়েছে। জুয়ার অভিশাপ থেকে গুইমারাবাসীকে মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন বলেন, হাতকড়াসহ অপরাধী পালিয়ে যাওয়া বিষয়টি আমি শুনিনি। খবর নিয়ে জানাতে হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply