শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:২৭ পূর্বাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা কলেজকে সরকারী করণ করায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী করেছে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকরা। বুধবার সকাল ১১টায় গুইমারা কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও গুইমারা বাসীর পক্ষ থেকে আয়োজিত র্যালীতে বিভিন্ন স্থরের মানুষ অংশ নেয়।
র্যালীটি গুইমারা কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা খাদ্য গুদাম হয়ে বাজারের কাশেম মার্কেটে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ও গুইমারা কলেজের প্রতিষ্ঠাতা-সাবেক গুইমারা রিজিয়ন কমান্ডার লে. কর্ণেল তোফায়েল আহাম্মেদ পিএসসিসহ গুইমারা কলেজ প্রতিষ্ঠা ও সরকারী করণে সহযোগিতা জন্য ফুলের শুভেচ্ছা জানানো হয়।
কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দীন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইন্চার্জ (ওসি) মো: গিয়াস উদ্দীন, রসায়ন বিভাগের প্রভাষক মোজাম্মেল হক, ইসলামের ইতিহাসের প্রভাষক শামীম উদ্দিন, প্রভাষক কামরুজ্জামানসহ অন্যান্যরা এতে অংশ নেয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply