রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন
আবুল হোসেন রিপন/মো: ইমরান হোসেন:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনগোষ্ঠির ছেলে-মেয়েদের শিক্ষা,স্বাস্থ্যসহ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সকলের কাছে বর্তমান সরকারের সেবা সকলের দৌড় গোরায় পৌছে দিতে সকলকে কাজ করার আহবান জানান। সে সাথে আগামীতেও দেশের সেবার সুযোগ দিয়ে উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
শুক্রবার সকাল ১১টায় হাফছড়ি উচ্চ উদ্যোগে আয়োজিত অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি এসব কথা বলেন।
হাফছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব (পিএসসিজি), গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া,মাটিরাঙ্গা পৌর মেয়র সামছুল হক, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমাসহ শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক, আওয়ামীলীগ নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এতে অংশ নেয়।
বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দরা পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ডকে মোকাবেলা করে যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্পীতি নিশ্চিত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। এতে অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েরা বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সচেতন হওয়ার আহবান জানান।
পরে বিকাল গুইমারা উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দুস্থ অসহায় ১০পরিবার এবং ১০প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন দুইবান করে ও ১০পরিবারের মাঝে ৬হাজার টাকা করে চেক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণে অংশ নেয় এমপিসহ নেতৃবৃন্দরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply