শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:১৫ পূর্বাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে পালিত হয়েছে মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সকালে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ,কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
খাগড়াছড়ি মহিলা আওয়ামী লীগের সহ-সম্পাদিকা বাশরী মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামী লীগ নেতা চাইথোয়াই মারমা,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার,যুব ও ক্রীড়া সম্পাদক মংশেইপ্রু চৌধুরী অপু,পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল,শ্রমিক লীগের নেতা নুরনবী, জানু শিকদারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা, সকল ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা পালনের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নিতে মহিলা আওয়ামী লীগের আরো সক্রিয় হওয়ার আহবান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply