শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৭:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি সদর জোনের অর্থায়নে নির্মিত হলো পুলিনপুর যাত্রী ছাউনী। যাত্রী ছাউনীটি মঙ্গবার উদ্ভোধন করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি। এতে উপস্থিত ছিলেন মেজর মো: সোহেল আলম, সাব জোন কমান্ডার, পানছড়ি এবং স্থানীয় হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত যাত্রী ছাউনী নির্মাণ হওয়ায় স্থানীয় ব্যক্তিবর্গ খুবই আনন্দিত ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহয়তা কামনা করেন।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন জানান, জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সামাজিক কল্যানমূলক কাজে খাগড়াছড়ি সদর জোন সবসময় কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে।
জোন কমান্ডার আরো বলেন, পাহাড়ী জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply