সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: সুস্থ সবল জাতি চাই,পুষ্ঠি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই, এ শ্লোগানে সারাদেশের মত খাগড়াছড়িতেও নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে টাউন হল চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে আলোচনা সভা করে।
জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, চেম্বার আব কমান্সের সদস্য সুদর্শন দত্ত, ক্যাব’র সভাপতি আবু তাহের মুহাম্মদ, জেলা খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় নিরাপদ খাদ্যের জন্য ব্যক্তি,উৎপানকারী,ভোক্তার সচেতনার পাশাপাশি বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহবান জানান বক্তারা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply