বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি:: রাঙামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মো: আমির হোসেন নামের সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৬নিহত হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে আরো ১০ জন।
সোমবার (১৮মার্চ) সন্ধ্যা সাড়ে বাঘাইছড়ি উপজেলার ৬টার দিকে উপজেলার নয় কিলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে-আনসার-ভিডিপি সদস্য মো: আল আমিন, বিলকিস, জাহানারা, মন্টু চাকমা, মিহির কান্তি দত্ত, মো: আমির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিজক এলাকা থেকে ব্যালট পেপার বহনকারী গাড়ি নিয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান আরবের নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যরা বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরার পথে নয় কিলো এলাকায় একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের উদ্দেশ্য ব্যালেট পেপার বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হেলিকপ্টারে করে চট্টগ্রামের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply