শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে অনুর্ধ্ব ১২ ক্রিকেটারদের নিয়ে দিনব্যাপী ক্রিকেট উৎসব চলছে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি শানে আলম, খাগড়াছড়ি সদর সার্কেলের এএসসি রওনক আলম প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মধ্যে থেকে চর্চা চালিয়ে গেলে একদিন পাহাড়ের ক্রিকেটাররা জাতীয় অঙ্গনে দ্রুতি ছড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী ক্রিকেট উৎসবে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ৪ টি দল করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply