
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তে কিট ক্রয়ের জন্য ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেছে খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে ডেঙ্গু রোগাক্রান্তদের দেখতে হাসপাতালে ছুটে যান চেয়ারম্যারসহ পরিষদ সদস্যরা।
পরে ডেঙ্গু রোগ নির্ণয়ে কিট সংকটের বিষয়ে অবগত হয়ে তাৎক্ষণিক ভাবে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নয়নময় ত্রিপুরার হাতে তিনি এ নগদ অর্থ প্রদান করে। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,খগেশ্বর ত্রিপুরা,শতরূপা চাকমা,নিগার সুলতানা,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মিটন চাকমা,সিনিয়র ডা.জয়া চাকমা,রাজেন্দ্র ত্রিপুরা,বিউটি চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা উপস্থিত ছিলেন।

রোগিদের খোঁজ খবর নিতে গিয়ে চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, আতঙ্কগ্রস্থ না হয়ে ডেঙ্গু প্রতিরোধে ডাক্তারের পরামর্শ মেনে ধর্য্যরে সাথে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সকলকে কাজ করতে হবে। সে সাথে পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধে সকলে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ডেঙ্গু রোগসহ হাসপাতালের যে কোন সমস্যা নিরসনে জেলা পরিষদ পাশে থাকবে বলে জানান।