রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির ডাইনছড়ি এলাকায় মরিয়ম আক্তার বৃষ্টি (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মরিয়ম ডাইনছড়ি এলাকার মো. জসিম উদ্দীনের মেয়ে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টা দিকে পারিবারিক কলহের জের ধরে নিজবাড়ীর কক্ষে ঐ কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. আমির হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরিবারের সদস্যের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে সে। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply