শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির আলোচিত ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসানের আদালত এ রায় দেয়।
৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ময়না আক্তারকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে মৃত্যুদ- ছাড়া এক লক্ষ টাকা অর্থদণ্ডে দন্ডিত করে আদালত। ২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট নতুনপাড়া গ্রামে অন্তঃসত্ত্বা ময়না আক্তারকে বসত বাড়ির পেছনের একটি পাহাড়ে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রবিউল ইসলাম। গর্ভপাত করতে রাজি না হওয়ায় বাকবিতন্ডতার একপর্যায়ে পাষন্ড স্বামী রবিউল ইসলাম স্ত্রী ময়না আক্তারকে হত্যা করে।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও রাষ্ট্র পক্ষের ১৫ জনের সাক্ষ্যতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রবিউল ইসলামকে মৃত্যুদ- ও এক লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply