শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৩৩ পূর্বাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় সাসনা বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হচ্ছে।
আজ সোমবার সকাল ১১ টা থেকে সাসনা বৌদ্ধ বিহারে বৌদ্ধ পুজা, সংঘদান, অষ্ট পরিস্কার দান,হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্য দিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু শ্রীমৎ রাজিন্দা মহাথেরো।
সকালে কঠিন চিবরদানোৎসব পরিদর্শন করেন সিন্দুকছড়ি জোনের (টুআইসি) মেজর তৌহিদ সালাউদ্দিন, গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মেমং মারমাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রথম পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্ষু শ্রীমত রাজিন্দ্র মহাথেরো ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই চৌধুরী সহ আরো অনেকে।
জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করে সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন,ফুল-ফল পুজা ও প্রার্থনা করে উৎসব পালনের মধ্য দিয়ে সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশে প্রদীপ (ফানুস) উড়ানোর ও হাজার প্রদীপ জ্বালিয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হবে।
কঠিন চীবর দানোৎসব মুলত, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধানতম ধর্মীয় মাসোব্যাপী কর্মীয় অনুষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply