মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:৩২ অপরাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সবল জল্পনা কল্পনার আবসান ঘটিয়ে পূর্বের কমিটির বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করেছে। এতে সভাপতিত্ব করেন, মোঃ শামছুল হক (সাবেক সভাপতি মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ)।
কাউন্সিল অধিবেশনের একমাস পর উৎসবমুখর পরিবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ খানকে সভাপতি ও সুবাস চাকমা সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১২ ই নভেম্বর সকালের খাগড়াছড়ি জেলা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বাসা সংলগ্ন রেস্ট হাউজের নিচ তলায় সম্মেলন কক্ষে এক সমাবেশে মাটিরাঙার নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠন উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল কমিটি ঘোষনার মধ্যে দিয়ে সমাবেশ সমাপ্ত করে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply