রবিবার, ০৭ মার্চ ২০২১, ১১:৫৪ অপরাহ্ন
খাগড়াছড়িতে চ্যানেল আই প্রকৃতি মেলা ও র্যালি
নিজস্ব প্রতিবেদক:: সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানে খাগড়াছড়িতে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শুক্রবার সকালে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে সমাপ্ত হয়।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজিত মেলার চ্যানেল আই এর প্রতিনিধি আজাহার হীরার সঞ্চালনায় এতে খাগড়াছড়ি খাগড়াছড়ি কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মুন্সী রাশীদ আহমদ, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা মর্তুজ আলী, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,সাংবাদিক দীলিপ চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠান নেতৃবৃন্দরা অংশ নেয়।
বক্তরা, প্রকৃতি বাঁচাতে জনসচেতনতার বিকল্প নেই মন্তব্য করে প্রকৃতি জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষায় চ্যানেল আই এর অগ্রণি ভূমিকার প্রশংসা করেন। এ সময় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে বন-পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষা সম্ভব বলে মন্তব্য করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply