শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩১ অপরাহ্ন
নুরুল আলম:: গুইমারা উপজেলার সনাতনী ছাত্র ও যুব সমাজের উদ্যোগে গুনীজন সন্মাননা ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গুইমারা ইউপি সদস্য জনার্ধন সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, খাগড়ছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন, গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শেখর ষেন ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি ও দার্জিলিং টিলা কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সমিরণ পাল, গুইমারা মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পাল, গুইমারা উপজেলা সনাতন সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব শীল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি সমাজকে পরিবর্তনের জন্য যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। একমাত্র যুবকেরাই পারে সমাজের প্রত্যেকটা ভালো কাজের গুরুত্ব রাখতে পারে এবং মা-বাবাদেরও দ্বায়িত্ব প্রত্যেকটা ছেলে-মেয়েকে তার নিজস্ব জায়গা থেকে তাদের সু-শিক্ষায় শিক্ষিত করে তোলা।
উক্ত অনুষ্ঠানে গুণীজন, শিক্ষাঅনুরাগী, বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমি দাতাদের সম্মাননা স্মাকর প্রদান করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply