শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১২:১৮ পূর্বাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে কর্মসূচি চূড়ান্তকরণ সভা করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডারের প্রতিনিধি স্টাফ অফিসার (জি-টু) মেজর মো: সালা উদ্দিন,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাবিব উল্লাহ মারুফ,পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদস্য নির্মলেন্দু চৌধুরী, এড. আশুতোষ চাকমা,মংক্যচিং চৌধুরী,জাহেদুল আলম,আ: জব্বার,জুয়েল চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ নেয়।
সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য এলাকাও যথাযথ ভাবে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ যাতে এ কর্মসূচিতে বাঁধাগ্রস্থ করতে না পারে সে লক্ষে সকলকে সচেতন থাকতে হবে। এ সময় এমপি আরো বলেন, সকলের ঐকাতিক প্রচেষ্টায় দিনটিকে স্মরণীয় করে রাখতে সকলের সহযোগিতা করতে হবে।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী চূড়ান্ত কর্মসূচী ঘোষনার কথা তুলে ধরে বলেন, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দিনটিকে যথাযথ ভাবে পালনের লক্ষে সব ধরনের আয়োজন করা হয়েছে। এতে তিন পার্বত্য জেলার অংশ গ্রহণে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্ট,বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান,বঙ্গবন্ধু কর্ণার স্থাপন,আলোচনা সভা-সেমনার,রচনা ও চিত্রাংকনসহ হাতে নেওয়া কর্মসূচীর ঘোষণা করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply