বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:৪৫ অপরাহ্ন
নুরুল আলম:: করোনা ভাইরা জনিত দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ননএমপিও স্কুল, কলেজ ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২০ মে’২০ বৃহস্পতিবার গুইমারা কলেজ, গুইমারা হাইস্কুল, লুন্দুক্যাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, হাতিমুড়া জুনিয়র হাইস্কুল, গুইমারা কলেজিয়েন্ট উচ্চ বিদ্যালয়, মুশফিক উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, বড়পিলাক জুনিয়র হাইস্কুল, প্লাকশ্যে উচ্চ বিদ্যালয়, বরইতলী উচ্চ বিদ্যালয়, দেওয়ানপাড়া উচ্চ বিদ্যালয় ও যৌথখামার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে এই উপহার সামগ্রী বিরতণ করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ সকলের মাঝে এই উপহার তুলে দেন। এ সময় গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবলু হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় শিক্ষক-শিক্ষিকাগণ ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply