শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন । নিহত ইউপি সদস্যর নাম চাইন ছাহ্লা মারমা (৩৬) সে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাকীছড়া মাঝের পাড়ার ইউপি সদস্য।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকা মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। তাকে প্রথমে বান্দরবান সদর হাসপাতাল নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান মেডিকেলে ফেরত আনা হচ্ছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply