শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১০:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার আলোচিত পরকিয়া ও ধর্ষণের ঘটনার মুল নায়ক শ্যাম প্রশাদ বণিক আটকের পর এবার আটক হলো একই ঘটনায় পর্নোগ্রাফী মামলায় অভিযুক্ত নাবালিকা কণ্যা সন্তানকে প্রেমিকের হাতে তুলে দেয়া সেই মা শাহিদা আক্তার ময়না। সোমবার রাতে গুইমারা থানার পুলিশ শাহিদা আক্তার ময়নাকে খাগড়াছড়িরস্থ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
জানাযায়, সোমবার শাহিদার সাবকে স্বামী জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০২/২০ তারিখ ১৭/০৮/২০২০ । এতে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭) ধারায় মামলা রেকর্ড করে তদন্তকারী অফিসার এসআই আল-আমিনের নেতৃত্বে রাতেই খাগড়াছড়ি জেলার পৌরসভা সংলগ্ন নিজ পিত্রালয় থেকে তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-আমিন জানান, উক্ত মামলায় ২ জনকে আসামী করা হলেও একজনকে দ্রুততম সময়ের মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে অভিযুক্ত অপর আসামী উল্লেখিত ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে অপর একটি মামলায় ইতিমধ্যেই জেল হাজতে রয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply