রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট আন্তজার্তিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, খাগড়াছড়ি জেলা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
মোঃ এরশাদ হোসেন (চৌধুরী)’কে সভাপতি, মোঃ মাইনউদ্দিন’কে সাধারণ সম্পাদক ও আব্দুর রহিম হৃদয়’কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আইন সহায়তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে আগামী ০১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, মোঃ মনিরুল ইসলাম (মাহিম) সহ সভাপতি, মোঃ হারিচুর রহমান (রনি), যুগ্ম সম্পাদক, নুরুল আলম সিদ্দিকি (তমিজ), দপ্তর সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ, মোঃ যোবায়ের, প্রচার সম্পাদক, এ্যাড. শাহিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক, আকলিমা নাজনীন (আখি), শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা, দহেন বিকাশ ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য, মোঃ মনির খান, কার্যনির্বাহী সদস্য, মোঃ জাবেদ হোসেন, কার্যনির্বাহী সদস্য।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply