রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ ৮০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৬ই সেপ্টেম্বর ২০) বিকেল সাড়ে ৫টায় জেলা সদরের গামারীঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, কক্সবাজারের চকরিয়া ও টেকনাফের বাসিন্দা রাহমত উল্লাহ (৫০) ও কামাল উদ্দিন (৫০)।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাহমত উল্লাহ ও কামাল উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে একজনের কাজ থেকে ৮শ পিস ও ৬শ ৮০ পিসসহ মোট ১৪শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশনায় মাদক কারবারীদের কোন ছাড় নেই জানিয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো: আব্দুল হান্নান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে যুব সমাজ ধ্বংসের প্রধান অস্ত্র ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। এ সময় তিনি খাগড়াছড়ি থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply