রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন হাতিমুড়া এলাকায় থেকে আরিফ হোসেন (১৮) নামক এক মোটরসাইকেল ড্রাইভারকে অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রকার (১৮ সেপ্টেম্বর ২০২০) রাত সাড়ে ১০টার দিকে ভাড়ার কথা বলে তাকে অপহরণ করা হয়।
অপহৃতের পরিবার জানায়, একই এলাকার নুর হোসেন কোম্পানীর মেজো ছেলে ইয়াবা পাচার ও ডাকাতি মামলার আসামী ইমরান হোসেন এই অপহরণ করেছে। অপহৃত আরিফ হোসেন হাতিমুড়া এলাকার মোস্তফা মিয়া’র ছোট ছেলে। অপহরণের খবর পেয়ে তার পরিবার ছেলেকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে স্বজনরা। এছাড়াও হাতিমুড়ার স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তিনি তার পরিবার ও স্থানীয় লোকজনের মুখে শুনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছেন।
অপহৃতের বড় ভাই রাসেল ও তার মা’র মুখে কিভাবে অপহরণ হয়েছে তা বর্ণনা দেওয়ার সময় তোলা ছবি
অপহরণ করার পর ইমরান হোসেন অপহৃত আরিফের মোবাইল থেকে তার বাসায় কল দিয়ে, ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং টাকা না পেলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অপহৃত’র পরিবারের সদস্যরা জানায়। সে সাথে আরিফ বড়দিঘীর পাড় জিম্মি অবস্থায় আছে বলে মোবাইলে জানায় এবং বিকাশে টাকা পাঠাতে বলে। পরে অপহরণকারীর বড় ভাই জাহিদ, ইমরানের সাথে যোগাযোগ করে, অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করার জন্য তার পিতা মোস্তফা মিয়া ও মামা আকবর আলী’কে নিয়ে চট্টগ্রাম বড়দিঘীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়।
গুইমারা থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, অপহরণের বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনী। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply