শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভায় টোল আদায়ের নামে দুর্নীতি এবং সম্মানী লোকদের সম্মানহানিসহ নানা অনিয়ম করছে মাটিরাঙ্গা পৌরসভার টোল আদায়কারীরা। শনিবার (১০ অক্টোবর’২০২০) এক পত্রিকার সাংবাদিক রাশেদ খন্দকার নামক ব্যক্তির নিকট থেকে টোল আদায়কারীরা জোরপূর্বক টোল আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগসূত্রে জানা যায়, রাশেদ খন্দকার তার নিজ ব্যবহারিত একটি পুরনো খাট গুইমারা উপজেলা থেকে সিএনজি’তে করে খাগড়াছড়ি তার নিজ বাসায় একটি খাট নিয়ে যাওয়ার সময় ১০নং এলাকায় পৌরসভার টোল আদায়ের নামে একটি রিসিট দিয়ে টাকা নেয়। আদায়কারীকে রাশেদ খন্দকার বলেন, গুইমারা থেকে আমার নিজের ব্যবহৃত খাট নিয়ে যাচ্ছি। আপনাকে কেন টোল দেব? উত্তরে টোল আদায়কারী বলেন টোল না দিলে খাট রেখে যেতে হবে। ভূক্তভোগী রাশেদ খন্দকার টেলিফোনে এই প্রতিনিধিকে বিষয়টি জানালে, আদায়কারীর সাথে কথা বললেও তা অমান্য করে টাকা আদায় করে সিএনজি ছেড়ে দিয়েছেন।
এ বিষয়টি পৌর মেয়র’কে জানালে তিনি বলেন, মাটিরাঙ্গা উপজেলা ব্যতীত, বাহির থেকে কিংবা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি জেলায় কোন ব্যবহারিক জিনিস তার নিজ কাজের জন্য নিয়ে আসে, তাহলে কোন টোল বা কর দিতে হয় না। যদি টোল আদায় করে থাকে, তাহলে অন্যায়ভাবে টোল আদায় করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply