শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১০:২৩ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: সারাদেশের দেশের সাথে খাগড়াছড়ির যাত্রী ও পর্যটকদের সেবার মান বাড়াতে আধুনিক এক বিলাসবহুল বাস চালু হয়েছে পার্বত্য এ জেলায়। আধুনিকতার বিশাল সুবিধা ও বিলাসবহুল দেশ ট্রাভেলস্ এর যাত্রা শুরু করেছে এবার পাহাড়ি জেলা খাগড়াছড়িতে।
শুক্রবার বিকেলে ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা হুন্দাই এসি বাস সার্ভিস এর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।
লাল ফিতা ও কেক কেটে নেতৃবৃন্দরা পার্বত্য জেলা খাগড়াছড়িতে যাত্রীদের জন্য এই আধুনিক ও বিলাসবহুল বাস সার্ভিস উদ্বোধনের মাধ্যমে যাত্রী সেবায় নতুন মাত্রা যুক্ত হলো মন্তব্য করে বলেন, সেবার মান ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে পর্যটক ও স্থানীয়দের গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দেশ ট্রাভেলস্ তাদের সুনাম অক্ষুন্ন রাখবে।
সে সাথে ঢাকা ও দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে খাগড়াছড়ির সাথে সংযুক্ত হতে পারবে যাত্রীরাও। এতে করে যাত্রী সেবার মানের সাথে সাথে ভ্রমণ পিপাসু পর্যটকরাও তাদের স্বপ্নের যাত্রায় নতুন বিলাসীর সুখ খুজে পাবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।
এ সময় খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন,সাবেক ৮নং কাউন্সিলর রাশেদ উদ্দিন,সাবেক পৌর মেয়র মো. জয়নাল আবেদীন,বিশিষ্ট ব্যবসায়ী এসএম আউয়ালসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা এতে অংশ নেয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply