শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,গুইমারা:: প্রধানমন্ত্রী কর্তৃক নতুন বই উৎসব করার পরদিনই গুইমারায় বই উৎসবে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা। সকালে গুইমারা আদর্শ নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রাঙ্গনে এই বই উৎসবের আয়োজন করা হয়।
গুইমারা নুরানী মাদ্রাসার মোহতামিম মাওলানা ইউসূফ খাঁন বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ও মাদ্রাসার ভর্তি কার্যক্রম ও মাদ্রাসার বই বিতরন শুরু হয়েছে। এলাকাবাসী এবং মাদ্রাসার কমিটির যৌথ প্রচেষ্টায় ১৯৯৮ সাল থেকে এই মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। বর্তমানে উক্ত মাদ্রাসায় ২২০ জন ছাত্রছাত্রী আছে বলে ও জানান তিনি।
বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আলম, হাফেজ গোলাম মোস্তফা, এবং মাদ্রাসা কমিটির পক্ষে মো: রমজান মাষ্টার এবং অভিভাবক মো: মাসুদ, বিশিষ্ট ব্যাবসায়ী মো: কামরুল, আবুল হোসেন পিন্টু উপস্থিত ছিলেন। সর্বশেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে বই বিতরন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply