রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৭:১৫ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিকনগর এলাকায় ২টি থ্রী-হুইলারের (মাহিন্দ্র) মুখোমুখী সংঘর্ষে সুভাস চন্দ্র নাথ (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী’২১) সকালে দীঘিনালা উপজেলার রশিকনগর (বটতলী) এলাকা থেকে দীঘিনালা উপজেলাগামী থ্রী-হুইলারের সাথে অপর দিক থেকে আসা থ্রী-হুইলারে মুখোমুখী সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটে। তিনি সাপ্তাহিক হাটে বোয়ালখালী যাচ্ছিলেন বলে জানা যায়।
নিহত সুভাস চন্দ্র নাথ রশিক নগর গুলছড়ি এলাকার মৃত হিরেন্দ্র চন্দ্র নাথের ছেলে। এ সময় গাড়ীতে থাকা আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব। তিনি জানান দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে বলে তিনি জানান।
এদিকে-দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার নিহতের ঘটনা স্বীকার করেছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply