শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াপুর কমিউনিটি সেন্টারে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদস্য হিরণ জয় ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরাসহ বিশিষ্ট ব্যাক্তিরা এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
এতে বক্তব্যে বক্তারা বলেন, নৌকার বিজয় হলে বিজয় হবে শেখ হাসিনার। তাহলেই খাগড়াছড়িতে তরান্বিত হবে আওয়ামীলীগের উন্নয়ন। তাই সকলকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা। পরে নৌকার সমর্থনে প্রচারপত্র বিতরণ করে নেতাকর্মীরা।
আগামী ১৬ই জানুয়ারি ২০২১ দ্বিতীয় ধাপে নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় এবারের মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন। ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হলেও খাগড়াছড়িতে এবার ভোটগ্রহণ হবে ইভিএমে।
খাগড়াছড়ি পৌরসভায় এবারের নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী হচ্ছে, আওয়ামীলীগের নৌকা প্রতিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সম্মিলিত নাগরিক কমিটির মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম, ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল ও নাঈল প্রতিকে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহম্মদ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply