বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:৫৬ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে হাট বাজার ও ভূমির সুষ্ঠ ব্যবস্থাপনা এবং উন্নয়নের লক্ষ্যে বাজার ফান্ড অধীনস্থ নিয়োজিত বাজার চৌধুরী সাথে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে খাগড়াছড়ি বাজার ফান্ড সংস্থা এই মতবিনিময় সভার আয়োজন করে।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় সদস্য ও খাগড়াছড়ি বাজার চৌধুরী মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, শতরূপা চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা, জেলা-উপজেলা বাজার চৌধুরীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বাজার চৌধুরীদের মতামত ও সামগ্রীক বিষয়সহ নানা বিষয়ে সভায় আলোচনা হয়। এতে করণীয় ও বাজার উন্নয়ন, পরিকল্পনা কথাও তুলে ধরা হয়। এছাড়াও আগামী দিনে বাজার উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply