বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:৪৯ অপরাহ্ন
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার রাত ১২টা ১ মিনিটে ২১শের প্রথম প্রহরে ৫২’র ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে একে একে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা,খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ,খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষে মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি মেয়র নির্মলেন্দু চৌধুরী,রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম শ্রদ্ধা জানান।
এছাড়াও খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেন করে। এ সময় প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আলোক সজ্জ্বার ব্যবস্থা করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply