শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ধার্য্যকৃত চাঁদার টাকা না দেওয়ায় মো. সাগর হোসেন ( ২৩) নামের এক খামারীকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ের আঞ্চিলক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের স্বশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। তবে বিষয়টি অস্বীকার করেছে সংগঠনটি।
জানা যায়, রবিবার (২৩ মে ২০২১) গভীর রাতে মানিকছড়ি উপজেলাধীন লালটিলা নামক এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। সে মানিকছড়ির লালটিলা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে। অপহৃত সাগর হোসেন এর লালটিলা এলাকায় গুরু, ছাগল ও মুরগীর খামার রয়েছে। অপহরণের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন।
এ ঘটনার খবর পাওয়ার পর থেকে মানিকছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে তল্লাশি জোরদার করেছে। অপহৃত সাগর হোসেনকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply