শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির , বাইশারী – গর্জনিয়া সড়ক এখন মনে হয় যেন মরন ফাঁদ । দৈনিক কোনো না কোনো দূর্ঘটনা ঘটেই যাচ্ছে । বিগত এক যুগ যাবত সড়কটি মেরামত না করায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী । তার পর ও জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ আট কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে গন্তব্য স্থানে ছুটছে লোকজন ।
গত ২০ শে জুন এ্যাম্বুলেন্স যোগে মৃত লাশ নিয়ে বড়বিল যাওয়ার পথে রাজঘাট নামক স্থানে রাস্তার বেহাল দশার কারণে লাশ নামিয়ে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে । শিক্ষা ও জমিদারী প্রথায় এগিয়ে রামু উপজেলা ২ নং গর্জনিয়া ইউনিয়ন । এই ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস । উখিয়া , টেকনাফ সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর নানার বাড়িও এই ইউনিয়নে ।
অপরদিকে বর্তমান রামু কক্সবাজার সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমলও দাবী করেন এটা আমার এলাকা । তবুও রাস্তাঘাট দেখলে মনে হয় এখানে কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই । অবহেলিত জনপদের রাস্তাটি তিন ইউনিয়নের লক্ষাধিক লোকের চলাচলের একমাত্র মাধ্যম। পুরো এলাকাটি উন্নয়ন ও কৃষি ফলনশীল । শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করলেও বর্ষা মৌসুম শুরু হলে দুঃখের আর সীমা থাকবে না । এসব কথা জানালেন স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল আলিম মোঃ বেলাল , মোঃ জসিম , সাইমুন হাসান মানু , জয়নাল আবেদীন , ছাত্রলীগ নেতা মুমিনুল হক মনু সহ অনেকে।
পার্বত্য বান্দরবান জেলার বাইশারী ইউনিয়নের আওতায় এক কিলোমিটার এবং দীর্ঘ আট কিলোমিটার সড়কটির অবস্থান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন হয়ে কচ্ছপিয়া ভায়া গর্জনিয়া বাজার । ওই সড়ক দিয়ে দুটি উপজেলা সদর , নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলা যাওয়ার একমাত্র রাস্তা । সড়কটি মেরামত জরুরি হয়ে পড়েছে। দীর্ঘ আট কিলোমিটার সড়ক পথে রাইখাট , বড়বিল , পূর্ব জুমছড়ি , গোয়াইঙ্গাকাটা , ঘিমছড়ি, সিকদার পাড়া জুমছড়ি , শাহ মোহামলের পাড়াসহ বিভিন্ন স্থানে কণ দশায় পরিণত হয়েছে ।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সড়কটির করুণ পরিণতির কথা স্বীকার করে বলেন, তিনি বিষয়টি সমন্বয় সভায় উপস্থাপন করেছেন । অচিরেই কাজ শুরু করা হবে। তিন ইউনিয়নের লক্ষাধিত জনগণ সড়কটি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য রামু – কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুন সরওয়ার কমল এমপির নিকট জোর দাবী জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply